মাতামুহুরী নদীর একপাশ দিয়ে রয়েছে এক বড় চর আরেকপাশ দিয়ে রয়েছে তীর ।নদীটির উপর দিয়ে রয়েছে এক বিরাট বেলি ব্রীজ।নদীটি চলে গেছে কক্সবাজার সমুদ্রে এই নদী দিয়ে পাল তুলে অনেক নদী চলাচল করে ।মাছ ধরার জন্য অনেক বড় বড় নৌকা যায় । জেলেরা মনের সুখে গান করে মাছ ধরে । নদীর পাশ রয়েছে অনেক বড় বড় গাছ দুর থেকে দেখে মনে হয় যেন এক বিরাট পাহাড়। নদীতে রাখালরা গরু নিয়ে যায় গোসল করার জন্য। গ্রামের নববধূরা,নারীরা কলসিতে পানি নিয়ে দল বেধে যাই । প্রতি বৎসর ১লা বৈশাখে নদীতে নৌকা বাইছ প্রতিযোগীতা হয়। এই সব দৃশ্য দেখার জন্য দেশ-বিদেশ থেকে অনেক দর্শনার্থীর দূর খেকে ছুটে আসে। প্রতিদিন অনেক দর্শনার্থী এসে এখানে জমায়েত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS