Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মাতামুহুরী নদীর তীর সংগ্লন চর
স্থান
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অন্তরগত শাহারবিল ইউনিয়নে পূর্ব মাইজঘোনা নামক স্থানে কে.বি.জালাল উদ্দীন সড়ক ও হযরত ওমর ফারুখ (রঃ) সেতুর দক্ষিন পাশে এর আবস্থান।
কিভাবে যাওয়া যায়
গাড়ী নিয়ে ,হেঁটে,জলপথ দিয়ে নৌকা বুট ইত্যাদি নিয়ে যাওয়া যায়
বিস্তারিত

মাতামুহুরী নদীর একপাশ দিয়ে রয়েছে এক বড় চর আরেকপাশ দিয়ে রয়েছে তীর ।নদীটির উপর দিয়ে রয়েছে এক বিরাট বেলি ব্রীজ।নদীটি চলে গেছে কক্সবাজার সমুদ্রে এই নদী দিয়ে পাল তুলে অনেক নদী চলাচল করে ।মাছ ধরার জন্য অনেক বড় বড় নৌকা যায় । জেলেরা মনের সুখে গান করে মাছ ধরে । নদীর পাশ রয়েছে অনেক বড় বড় গাছ দুর থেকে দেখে মনে হয় যেন এক বিরাট পাহাড়। নদীতে রাখালরা গরু নিয়ে যায় গোসল করার জন্য। গ্রামের নববধূরা,নারীরা কলসিতে পানি নিয়ে দল বেধে যাই । প্রতি বৎসর ১লা বৈশাখে নদীতে নৌকা বাইছ প্রতিযোগীতা হয়। এই সব দৃশ্য দেখার জন্য দেশ-বিদেশ থেকে অনেক দর্শনার্থীর দূর খেকে ছুটে আসে। প্রতিদিন অনেক দর্শনার্থী এসে এখানে জমায়েত হয়।